দুবাইয়ে বানানো হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল
২০১৮ সালে ৩৫৬ মিটার (১১৬৮ ফুট) উচ্চতা নিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের খেতাব পেয়েছিল দুবাইয়ে অবস্থিত গেভোরা হোটেল।
তবে সে রেকর্ড ভাঙতে যাচ্ছে অচিরেই। অন্যকোনো দেশ বা অন্যকোনো শহর নয়, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতেই তৈরি হচ্ছে গেভোরা হোটেলের চেয়েও উঁচু আকাশচুম্বী আরেকটি হোটেল।
দুবাইয়ের মেরিনাতে তৈরি হচ্ছে ৩৬০ দশমিক ৪ মিটার উচ্চতার সিয়েল টাওয়ার। গেভোরা হোটেল থেকে নির্মাণাধীন এই হোটেলটির উচ্চতা ৪ মিটারের সামান্য বেশি। নতুন এই হোটেলের ৮২টি ফ্লোর জুড়ে থাকবে ১ হাজার ৪২ টি রুম ও স্যুইট। নির্মাণের পর এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল।
দুবাইভিত্তিক হোটেল নির্মাতা প্রতিষ্ঠান ফার্স্ট গ্রুপ নির্মাণ করছে হোটেলটি। হোটেলটির ডিজাইন করেছে যুক্তরাজ্যভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান এনওআরআর। এই প্রতিষ্ঠানটি এর আগে দুবাইয়ের বিখ্যাত দ্য আটলান্টিস ও দ্য পাম হোটেলসহ বেশ কয়েকটি আকাশচুম্বী হোটেলের ডিজাইন করেছে। এই হোটেলটির নকশা ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক পুরষ্কারও পেয়েছে।
দর্শনার্থীরা যাতে হোটেল থেকে ৩৬০ ডিগ্রি কোণে তাকিয়ে পুরো দুবাই শহরের দৃশ্য দেখতে পারেন সেজন্য কাঁচ দিয়ে একটি ডেক বানানো হবে। কাঁচের ওপর বানানো সুইমিংপুল ও রেস্টুরেন্ট থেকেও দর্শনার্থীরা একই দৃশ্য উপভোগ করতে পারবেন।
ফার্স্ট গ্রুপের একজন মুখপাত্র জানিয়েছেন, হোটেল থেকে পারস্য উপসাগরের তটরেখা এবং মানুষ কর্তৃক বানানো দ্বীপ ‘পাম জুমেইরা’র প্যানারোমিক দৃশ্য দেখা যাবে।
২০১৬ সাল থেকে হোটেলটির নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের শেষ দিকে বা ২০২৩ সালের শুরুতে হোটেলটি চালু হতে পারে।
সবচেয়ে উঁচু হোটলের মর্যাদা সাধারণত সেই ভবনই পায়, যে ভবনের সবগুলো ফ্লোর হোটেলের কাজে ব্যবহৃত হয়। তবে ভবনের মধ্যে হোটেলের অবস্থানের উচ্চতা দিয়ে যদি তা নির্ধারণ করা হয়, তাতে এগিয়ে আছে চীনের হোটেল রোজউড গুয়াংঝু। চীনের গুয়াংঝু প্রদেশের একটি শহরে অবস্থিত ওই হোটেলটি ৫৩৫ মিটার (১৭৩৯ ফুট) উঁচু সিটিএফ ফাইন্যান্স সেন্টার ভবনের উপরের ৩৯টি ফ্লোর নিয়ে নির্মাণ করা হয়েছে।
ফার্স্ট গ্রুপ বলছে, সিয়েল টাওয়ার উদ্বোধনের পরই তারা সবচেয়ে উঁচু হোটেলের মর্যাদা পেতে গিনেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে।