নকল বন্দুক কী? কেন এগুলো বিপজ্জনক?
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে 'রাস্ট' মুভির শুটিং চলাকালে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। অভিনেতা অ্যালেক বল্ডউইনের নকল বন্দুক থেকে ছোঁড়া গুলিতে নিহত হন মুভির মুখ্য চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনস। এ ঘটনায় গুরুতর আহত হন পরিচালক জোয়েল সৌজা।
তবে সেদিন আদতে কি ঘটেছিল তা এখনো জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।
অস্ট্রেলিয়ান অভিনেতা রিস মুলদুন বলেন, 'আমি সম্প্রতি যে মুভি তৈরি করেছি, সেটিতে ব্যবহৃত প্লাস্টিকের বন্দুকটিও প্রতিদিন চেক করেছি। এই কারণেই এ ঘটনা আমার কাছে অবিশ্বাস্যভাবে বিস্ময়কর।'
ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচিত হলেও আদতে নকল বন্দুক এবং ফাঁকা গুলি উভয়ই বিপজ্জনক হতে পারে।
নকল বন্দুক আসলে কী?
ফিল্ম ইন্ডাস্ট্রিতে নকল বন্দুক ব্যবহার করা হয়। আসল বুলেটের জায়গায় ভোঁতা বুলেট ব্যবহার করা হয় এসব বন্দুকে। এগুলোকে 'ব্ল্যাঙ্ক' বা ফাঁকা গুলি বলা হয়।
বুলেট সাধারণত লেড বা সীসার তৈরি। এর ভেতরে থাকা গানপাউডার একে প্রয়োজনীয় গতি দেয়। বুলেট ও গানপাউডারকে আবৃত করে রাখে কার্তুজ। মূলত এই কার্তুজই লোড করা হয়। বন্দুকের ট্রিগার চাপলে কার্তুজের ভেতর থাকা গানপাউডারে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়ে সেখানে একটি ছোট বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে বুলেটটি গতি পায় এবং সামনের দিকে ছুটে যায়।
আরও পড়ুন: সিনেমার শুটিংয়ে নকল বন্দুক থেকে চলল আসল গুলি! চিত্রগ্রাহক নিহত, বিপাকে হলিউড তারকা অ্যালেক বল্ডউইন
কিন্তু নকল বন্দুকে গানপাউডার থাকলেও এতে বুলেটের সরু অংশ বা প্রজেক্টাইল থাকে না।
নকল বন্দুক বলতে সাধারণত অকার্যকর অস্ত্র থেকে শুরু করে ক্যাপ বন্দুক পর্যন্ত বিভিন্ন রকমের অস্ত্র বোঝানো হয়। তবে এক্ষেত্রে ফাঁকা গুলি ছোঁড়ার মতো আসল অস্ত্রও ব্যবহৃত হতে পারে।
ফাঁকা গুলি দিয়ে লোড করা আসল বন্দুকের মাধ্যমে একটি বাস্তবধর্মী চিত্র পাওয়া যায় বলে অনেক মুভিতেই এটি ব্যবহার করা হয়। আসল বুলেট ছোঁড়া হলে যে শব্দ হয় এবং আগুনের ফুলকি দেখা যায়, তা এই ধরনের বন্দুকেও পাওয়া যায়।
এ ধরনের ঘটনা কি আগে ঘটেছে?
১৯৯৩ সালে 'দ্য ক্রো' সিনেমার শুটিং চলাকালে নকল বন্দুকের গুলিতে ব্রুস লির ছেলে অভিনেতা ব্র্যান্ডন লি নিহত হন। গুলি লাগার পরেও শুটিংয়ের ক্যামেরা চলছিল। দৃশ্যের শেষেও যখন তিনি উঠেননি, তখন তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন সেটে থাকা ক্রু।
তারও আগে, ১৯৮৪ সালে 'কভার আপ: গোল্ডেন অপরচুনিটি' সিরিজের সেটে বন্দুক নাড়াচাড়ার সময় দুর্ঘটনাবশত ট্রিগার টেনে ঘটনাস্থলে নিহত হন অভিনেতা জন-এরিক হেক্সাম। মাথায় গুলি লেগেছিল তার। বন্দুকে থাকা ফাঁকা গুলির বিস্ফোরণে উৎপন্ন শক্তি তার মাথার খুলি ভাঙার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল। সে ঘটনার কয়েকদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফাঁকা গুলি ও নকল বন্দুক নিরাপদে ব্যবহারের উপায়
হেক্সামের মৃত্যুতে একটি বিষয় স্পষ্ট হয়: ফাঁকা গুলিতেও মৃত্যু ঘটতে পারে। শুধু তাই নয়, কিছু ফিল্ম সেটে বাস্তবধর্মী দৃশ্যের জন্য অতিরিক্ত গানপাউডার ব্যবহার করা হয়।
কিন্তু সেটে সাধারণত নকল বন্দুক ব্যবহার সম্পর্কে কঠোর নিয়ম থাকে। এগুলো সরবরাহ করেন অস্ত্র বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: 'কখনোই সিনেমার সেটে বন্দুকের গুলিতে কারো মৃত্যু কাম্য নয়'
অতীতে অ্যালেক বল্ডউইনের সঙ্গে কাজ করা আর্মার, মাইক ট্রিস্টানো বলেন, 'প্রতিটি সেটে মৌলিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনি কখনোই কারও দিকে লক্ষ্য করে বন্দুক তাক করবেন না, এমনকি সেটি যদি নকল বন্দুক হয়, তবু। আমি বুঝে উঠতে পারছি না, কীভাবে এটি ঘটতে পারে এবং কীভাবে এটি এত ক্ষতি করতে পারে।'
মুভির একটি শটে দেখা যায়, একজন অভিনেতা ক্যামেরায় গুলি চালাচ্ছেন। এ বিষয়ে স্টিভেন হল বলেন, 'আপনি যদি ফায়ারিং লাইনে থাকেন, তাহলে আপনার মুখে মুখোশ ও চোখে গগলস থাকবে। পাশাপাশি আপনি একটি পারস্পেক্স পর্দার পেছনে দাঁড়াবেন, এবং ক্যামেরার কাছে থাকা মানুষের সংখ্যা কমিয়ে দেবেন।'
এদিকে অভিনেতা ও পরিচালক ক্রেগ জোবেল বলেন, 'এখন আর সেটে ফাঁকা গুলি বা অন্য কিছু দিয়ে বন্দুক লোড করার কোনো কারণ দেখি না। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়া উচিত।'
আরও পড়ুন: তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছি: বল্ডউইন
টিভি সিরিজ লেখক ডেভিড স্ল্যাক টুইট করেন, 'নকল বন্দুকও আসলে বন্দুক। ফাঁকা গুলিতে আসল গানপাউডার রয়েছে। এসব গুলি যে কাউকে আহত করতে, এমনকি মেরেও ফেলতে পারে। এসব ঘটনা আগেও ঘটেছে। আপনি যদি কখনো এমন সেটে হাজির থাকেন যেখানে সঠিক সতর্কতা ও নিরাপদ হ্যান্ডলিং ছাড়াই নকল বন্দুক ব্যবহার করা হয়, তাহলে সেখান থেকে সরে আসুন।'
'কোনো শো কিংবা শটের কারণে মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করার মানে নেই,' যোগ করেন ডেভিড।
-
সূত্র: বিবিসি