পরিবেশ রক্ষায় ‘স্পাইডারম্যান’
ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশের উপকূলীয় এলাকা পারে-পারে। সেখানকার সড়ক ও সৈকতে পড়ে থাকা বর্জ্য পীড়া দিত স্থানীয় রুদি হারতোনোকে। মুক্তির উপায় হিসেবে ৩৬ বছর বয়সী এ যুবক নিজেই কুড়াতে থাকেন ময়লা; অন্যদের বলেন তার সঙ্গে যোগ দিতে। কিন্তু তাতে পাচ্ছিলেন না তেমন সাড়া।
শেষমেশ সুপারহিরো স্পাইডারম্যানের পোশাকে আবর্জনা সরাতে নেমে যান তিনি। আর তাতে সাড়াও পড়েছে বেশ।
অডিটিসেন্ট্রাল ডটকমের প্রতিবেদনে জানানো হয়, পারে-পারের একটি ক্যাফেটেরিয়ার কর্মী হারতোনো। তিনি ভাতিজাকে মজা দেখানোর জন্য কিনেছিলেন স্পাইডারম্যানের পোশাকটি। কিন্তু ঘটনাক্রমে সেটিই হয়ে যায় আবর্জনা সরানোর লড়াইয়ে তার মোক্ষম অস্ত্র।
স্পাইডারম্যানের লাল-নীল রঙা পোশাক পরা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে হারতোনো বলেন, “শুরুতে আমি এই পোশাক ছাড়া একই কাজ (আবর্জনা পরিষ্কার) করেছি এবং এটি আবর্জনা সরানোয় যোগ দেওয়া কিংবা সহায়তায় লোকজনের নজর কাড়তে পারেনি।”
তিনি বলেন, “এই পোশাক (স্পাইডারম্যানের) পরার পর লোকজন ব্যাপক সাড়া দেয়।”
২০১৮ সালে হারতোনো স্পাইডারম্যানের পোশাক কিনেন। কিন্তু যাকে মজা দেওয়ার জন্য এ পোশাক কেনা, দুই বছর বয়সী সেই ভাতিজা চাচার স্পাইডারম্যান রূপ দেখে প্রচণ্ড ভয় পেত। এ কারণে এক বছর অব্যবহৃতই ছিল পোশাকটি।
এরপর একদিন স্পাইডারম্যান সেজে আবর্জনা পরিষ্কারের মিশনে নেমে যান হারতোনো। আর এতে ফলও পেয়ে যান তাৎক্ষণিক।