বঙ্গবন্ধুকে ঘিরে বইমেলা
একদিন দেরিতে শুরু হচ্ছে এবারের বইমেলা। আজ বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা মাস মেলাজুড়ে লেগে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোঁয়া। তার জন্মশতবর্ষের লোগোকে বিশেষ মর্যাদার স্থানে জায়গা দিয়েই সাজানো হয়েছে প্রতিটি স্টল ও প্যাভিলিয়ন।
এবারের মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে শিকড়, সংগ্রাম, মুক্তি ও অর্জন- এই চার ভাগে। বরাবরের মতো শিশুদের জন্য রাখা হয়েছে আলাদা প্রান্ত। এ ছাড়া গতবার থেকে চালু হওয়া নতুন আয়োজন ‘লেখক বলছি’ও থাকছে এবার। এ আয়োজনে নিজের বই নিয়ে সরাসরি পাঠকের মুখোমুখি হবেন বাছাইকৃত লেখকরা।
ভাষা শহিদদের স্মরণে আয়োজিত বইমেলায় এবার সব কিছুতেই রয়েছে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের নানা আয়োজন। কোনো কোনো স্টল ও প্যাভিলিয়ন সেজেছে তার ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়ির সাজে, কোনো কোনো প্রকাশনা সংস্থা প্রকাশ করছে তাকে নিয়ে লেখা গুচ্ছ গুচ্ছ নতুন বই। তাই মেলায় আসা ক্রেতা ও দর্শণার্থীরা, বিশেষ করে তরুণ প্রজন্ম জাতির এই শ্রেষ্ঠ সন্তানের অবদান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে বলে বিশ্বাস আয়োজক বাংলা একাডেমির।
এ প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বইমেলার সব জায়গায় বঙ্গবন্ধুর ছোঁয়া পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করার পর সবার জন্য মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হবে। মাসজুড়ে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা। ছুটির দিনগুলোতে শুরু হবে বেলা ১১টায়।