ব্যাঙের পেটে মারাত্মক বিষধর সাপ
পাতালের আড়ালে, গাছের ডালে কিংবা সমতলে ওঁত পেতে সাপের ব্যাঙ শিকার নতুন বিষয় নয়। তবে মারাত্মক বিষধর কোনো সাপকে ব্যাঙের গিলে ফেলার ঘটনা বিরল। ব্যতিক্রমী এমন এক ঘটনার সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া।
ডেইলি মেইলের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সবুজ পাতারঙা এক ব্যাঙ বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম কোস্টাল তাইপেনকে খেয়েও কাকতালীয়ভাবে বেঁচে গেছে।
স্নেক টেক অ্যাওয়ে অ্যান্ড চ্যাপেল পেস্ট কন্ট্রোল নামের একটি সংস্থার কর্ণধার জেমি চ্যাপেল ডেইলি মেইলকে জানান, গত মঙ্গলবার কুইন্সল্যান্ডের এক নারীর বাড়ির পেছন থেকে কোস্টাল তাইপেন সাপ উদ্ধারের কল পান তিনি।
চ্যাপেল জানান, বাড়িটিতে যাওয়ার পথেই ওই নারী তাকে কল করে জানান সাপকে গিলে ফেলেছে একটি ব্যাঙ।
তিনি জানান, সাপটিকে তিনি বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু যতক্ষণে তিনি সেখানে গেছেন, ততক্ষণে বিষধর প্রাণীকে পেটে পুরে নিয়েছে ব্যাঙটি।
চ্যাপেলের কাজ তখনো শেষ হয়নি। তিনি ধারণা করেছিলেন, সাপকে উগরে দেবে ব্যাঙ। কিন্তু ব্যাঙ তা করেনি। পরবর্তী সময়ে ব্যাঙটিকে সঙ্গে করে নিয়ে যান তিনি।
পরের ঘটনা আরও চমকপ্রদ। চ্যাপেল মনে করেছিলেন, নিশ্চিত মৃত্যু হবে ব্যাঙের। কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যায় উভচর প্রাণীটি।
কোস্টাল তাইপান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বিষধর সাপ। এই সাপের বিষ স্নায়বিক ব্যবস্থাকে দুর্বল করে দেয়। এর ছোবলে মাথাব্যথা, বমি বমি ভাব, প্যারালাইসিস, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও কিডনি বিকল হতে পারে।