মেদ ভুঁড়ি কমানোর প্রতিযোগিতা
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এর প্রতি আবার সবচেয়ে বেশি টান ইংল্যান্ডবাসীর। সেখানকার মানুষ ফুটবল পাগল বললেও আসলে কম বলা হয়।
এমন দাবির পেছনে প্রমাণ অনেক। ১৪০টি স্বতন্ত্র লীগ টুর্নামেন্ট আছে দেশটিতে, যেখানে আছে ৪৮০টি ডিভিশন আর অংশ নেয় ৭ হাজারের বেশি পেশাদার ক্লাব। তাই জন্মস্থানে সঠিক সমাদরেই চলছে ফুটবলের উৎসব, এমন উক্তিই যথার্থ।
ইংল্যান্ডে এমন অসংখ্য টুর্নামেন্টের মাঝে সম্প্রতি অনেকের নজর কেড়েছে ‘ম্যান ভার্সেস ফ্যাট’ শিরোনামের আয়োজন। ২০১৬ সালে প্রথম অতিরিক্ত ওজনে নাজেহাল স্থানীয় পুরুষদের মেদ কমাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তখন থেকেই প্রতিবছর এই লীগ টুর্নামেন্ট চলছে। বার্মিংহামের একটি বড় শহর সোলিহালের পৌর কাউন্সিল এই আইডিয়ার জন্মদাতা। খবর অডিটি সেন্ট্রালের।
সোলিহাল কাউন্সিল এই পেশাদার ফুটবল লীগ খুলেছে যেখানে অতিরিক্ত ওজনধারী স্থানীয় পুরুষেরা খেলোয়াড় হিসেবে নিবন্ধন করতে পারেন। পেশাদার ফুটবলে অংশ নেওয়ার পাশাপাশি যারা নিজেদের শারীরিক সক্ষমতা নিয়ে একটু বেশি সন্দিহান তারা চাইলে সাইডলাইনে থেকে দলকে সাহায্য করতে পারেন। ওজন কমানোর সুবর্ণ সুযোগ থেকে যেনো কেউ বাদ না পড়েন সেজন্যই এমন সুব্যবস্থা।
‘ম্যান ভার্সেস ফ্যাট’ আদতে একটি বেশি গোল দেওয়া বা ম্যাচ জেতার প্রতিযোগিতা নয়, বরং লীগের র্যাংকিংয়ে কোন দলের সদস্যরা কতটুকু ওজন কমাতে সক্ষম হলেন, সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তাই সাইডলাইনে থেকে দলকে সাহায্য করা সদস্যরাও র্যাংকিং নির্ধারণে গভীর প্রভাব রাখতে পারেন।