সামান্য ওজন বৃদ্ধিতেও বাড়ে করোনার ঝুঁকি
সামান্য মাত্রায় ওজন বৃদ্ধি পেলেও তা করোনাভাইরাস দ্বারা গুরুতর সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশেষত কম বয়সীদের মধ্যে এ প্রবণতা বেশি। সম্প্রতি চিকিৎসা সাময়িকী 'দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রাইনোলজি' জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার প্রকাশিত গবেষণায়টিতে কারা সবচেয়ে বেশি জটিলতার ঝুঁকির মধ্যে রয়েছেন, নির্দিষ্ট বয়স এবং জাতিগত গোষ্ঠীর জন্য কী প্রভাব রয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে ওজন বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করা হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৭০ লাখ মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে।
অব্যাহত লকডাউন ও মহামারীজনিত মানসিক চাপের কারণে উন্নত দেশের নাগরিকদের কোমরের অংশে (ওয়েস্টলাইন) মেদ বেড়ে যাচ্ছে। অথচ ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থতার ঝুঁকিও বেশি।
যুক্তরাজ্যের গবেষকদের মতে, বডি মাস ইনডেক্স বা বিএমআইয়ের (উচ্চতা অনুসারে ওজন) সূচক যাদের ২৩ এর উর্ধ্বে, তাদের করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি অত্যধিক। বিএমআইয়ের সূচকে প্রতি এক ইউনিট ওজন বৃদ্ধির ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫ শতাংশ বেশি থাকে; নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকি থাকে ১০ শতাংশ বেশি।
গবেষণা অনুসারে, ৪০ বছরের অনূর্ধ্বে ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি। তাছাড়া অন্যান্য জাতিগত গোষ্ঠীর তুলনায় কৃষ্ণাঙ্গদের জন্য ঝুঁকির মাত্রা অধিক।
তবে ৮০ বছরের অধিক বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে করোনায় গুরুতর জটিলতার সঙ্গে বাড়তি ওজনের তেমন কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন গবেষকেরা।
- সূত্র-ব্লুমবার্গ