৫ লাখ বছর আগের নতুন আবিষ্কৃত মানুষের প্রজাতি হোমো বোডোএনসিস
আধুনিক মানুষের পূর্বপুরুষের নতুন আবিষ্কৃত একটি প্রজাতির নাম ঘোষণা করেছেন গবেষকরা। আজ থেকে পাঁচ লাখ বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল এ প্রজাতি, নাম দেওয়া হয়েছে হোমো বোডোএনসিস।
মধ্য প্লেইস্টোসিস যুগে আফ্রিকায় বাস ছিল প্রজাতিটির। বিজ্ঞানীরা বলছেন, এ প্রজাতি আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ।
ইথিওপিয়ার আওয়াশ নদীর উপত্যকার বোডো ডি'আর অঞ্চলে প্রজাতির এক সদস্যের মাথা খুলি পাওয়া যায়। সে থেকেই এ নামকরণ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এ যুগটি তাৎপর্যপূর্ণ। কারণ ওই একই সময়ে আফ্রিকায় আজকের আধুনিক মানুষ হোমো সাপিয়েন্স ও ইউরোপে হোমো নিয়ান্ডারথালদের উৎপত্তি হয়।
তবে কিছু প্যালেওঅ্যান্থ্রপলজিস্ট এ যুগকে গোলমেলে মধ্যযুগ হিসেবে অভিহিত করেছেন, কারণ সে সময়ের মানব বিবর্তন সম্পর্কে এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
কানাডার ইউনিভার্সিটি অব উইনিপেগের অধ্যাপক ও গবেষণাটির প্রধান গবেষক ড. মিরজানা রকসানডিক বলেন, "মানুষের ভৌগলিক বৈচিত্র্যকে সঠিকভাবে ব্যাখায় করার মতো পরিভাষার অভাবে মধ্য প্লাইস্টোসিন যুগে মানুষের বিবর্তন নিয়ে কথা বলা বেশ কঠিন।"
নতুন শ্রেণিবিন্যাস অনুযায়ী, মধ্য প্লেইস্টোসিন যুগে আফ্রিকার বেশিরভাগ মানুষ ও দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু মানুষই হোমো বোডোএনসিস। সেইসঙ্গে ইউরোপের বেশিরভাগ মানুষকে পুনরায় নিয়ান্ডারথাল প্রজাতিতে শ্রেণিবদ্ধ করা হবে।
মানোয়ার ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের নৃ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ও গবেষণাটির একজন সহ-লেখক ক্রিস্টোফার বে বলেন, "দুরূহ সমস্যা সমাধান করে মানব বিবর্তনের গুরূত্বপূর্ণ এ যুগ সম্পর্কে আরও ভালোভাবে আলোচনা করতে পারার জন্যই এ নামকরণ।"
ড. রকসানডিক বলেন, "একটি নতুন প্রজাতির নামকরণ বিশাল ব্যাপার। বেশ কিছু কঠোর নীতি অনুসরণ করেই ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার নাম পরিবর্তনের অনুমতি দেয়।"
ইভোল্যুশনারি অ্যানথ্রোপলজি সাময়িকীতে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।
এর আগে, গত আগস্টে আজ থেকে ৭,২০০ বছর আগে মারা যাওয়া এক নারীর দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে ইন্দোনেশিয়ায়, ওই নারীর দেহাবশেষে প্রাচীন ডিএনএ পাওয়া যায়। এ আবিষ্কারের পর প্রাচীন মানুষের আভিবাসন নিয়ে যা জানা গেছিল তা চ্যালেঞ্জের মুখে পড়ে।
- সূত্র: দ্য গার্ডিয়ান