৭০ বছরে মানুষের গড় আয়ু ৪৭ থেকে বেড়ে ৭৩ বছর, নারী-পুরুষের বেড়েছে ব্যবধান
গত ৭০ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে মানুষের গড় আয়ু। এ সময়ের হিসেবে, নারীর গড় আয়ু বরাবরই ছিল পুরুষের চেয়ে বেশি। তবে নারী ও পুরুষের মধ্যকার সেই ব্যবধান তুলনামূলকভাবে আরও বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য থেকে জানা যায়, ১৯৫০ সালে পুরুষের গড় আয়ু ছিল ৪৫.৫ বছর; অন্যদিকে, সে সময়ে ৪৮.৫ বছর ছিল নারীর গড় আয়ু। তার মানে, ৭০ বছর আগে গড় আয়ুর হিসেবে নারীরা পুরুষদের চেয়ে ৩ বছর বেশি বাঁচতেন।
এদিকে, ২০২০ সালের হিসেবে দেখা যায়, নারী ও পুরুষ- উভয়েরই গড় আয়ু যথেষ্ট বেড়েছে। এ সময়ে নারীর গড় আয়ু ৭৫.৬ এবং পুরুষের ৭০.৮ বছরে দাঁড়িয়েছে। তার মানে, ১৯৫০ সাল থেকে ৭০ বছর পরে এসে নারী ও পুরুষের গড় আয়ুর ব্যবধান দাঁড়িয়েছে ৪.৮ বছর।
আরও জানা যায়, ১৯৫০ সালে নারী-পুরুষ মিলিয়ে মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩.২ বছরে। তার মানে, গত ৭০ বছরে মানুষের গড় আয়ু বেড়েছে ২৬.২ বছর।
গড় আয়ুর হিসেবে সবচেয়ে বেশিদিন বাঁচেন হংকংয়ের অধিবাসীরা। বর্তমানে সেদেশের নাগরিকদের গড় আয়ু ৮৫.২৯ বছর; যার মধ্যে নারীর ৮৮.১৭ এবং পুরুষের ৮২.৩৮ বছর।
অন্যদিকে, একই হিসেবমতে সবচেয়ে কম আয়ু পান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নাগরিকরা। দেশটির নাগরিকদের গড় আয়ু ৫৪.৩৬ বছর; যার মধ্যে নারীর ৫৬.৫৮ এবং পুরুষের ৫২.১৬ বছর।
এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা মহামারির মাঝেও ২০২০ সালে আমাদের দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২.৮ বছর। এর মধ্যে নারীর গড় আয়ু ৭৪.৫ ও পুরুষের ৭১.২ বছর। সেই হিসাবে, এদেশের নারীদের আয়ুষ্কাল এখন পুরুষদের তুলনায় ৩.৩ বছর বেশি।
- সূত্র: ওয়ার্ল্ডোমিটার এবং বাংলাদেশ পরিসংখ্যান
ব্যুরো