‘সব ছাড়তে তৈরি ফার্স্ট লেডি মেলানিয়া’
আমেরিকার ফার্স্ট লেডি চুমু দিতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে। এরকমই একটা ছবি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। আর তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল। মেলানিয়ার পরনে লাল গাউন। পাশেই তার হাত ধরে দাঁড়িয়ে আছেন স্বামী ডোনাল্ড ট্রাম্প।
ফ্রান্সের বিয়ারিটজে হয়ে গেল জি-৭ এর ৪৫তম শীর্ষ সম্মেলন, যেখানে জড় হয়েছেন বিশ্বের তাবৎ রুই-কাতলরা। রয়েছেন মোদী, ট্রাম্প, অ্যাঞ্জেলা মার্কেল, বরিস জনসনের মত নেতারা।
এই ধরনের সম্মেলনে পরিবারকে নিয়ে ছবি তোলা একটা রীতি। সব নেতারা একসঙ্গে ছবি তোলেন। তবে এবার জি-৭ সম্মেলনে ভাইরাল হলেন ট্রাম্প-পত্নী মেলানিয়া ট্রাম্প।
ইতোমধ্যেই সেই ছবির রসিক ব্যাখ্যা দিতে শুরু করেছেন অনেকেই। কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। ছবিতে ট্রাম্পের এক্সপ্রেশন বা অভিব্যক্তি দেখেও মজা করছেন অনেকে। তাঁর কী ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। ইতোমধ্যেই ট্যুইটারে হ্যাশট্যাগ #MelaniaLovesTrudeau, #SaveTheDate, বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হয়েছে।
বিভিন্ন ছবি দিয়ে সংবাদমাধ্যমগুলো থেকে মনে করা হচ্ছে, ফ্রান্সের ওই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রীর হাত ধরে থাকার চেষ্টা করলেও মেলানিয়া ট্রাম্প অন্য নেতাদের সঙ্গে মজা করছেন। বিষয়টি নিয়ে ট্রাম্প নাকি বেশ হতাশ, এমনটাও কানাঘুষা শোনা যাচ্ছে। এর আগেও মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের অনেক ছবি ভাইরাল হয়েছে, যেগুলি দেখে অনেকেই তাঁদের দাম্পত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন, ‘সব ছাড়তে তৈরি ফার্স্ট লেডি মেলানিয়া’।
কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য।
তবে কানাডার ট্রুডরের সঙ্গে একমাত্র মেলানিয়াকেই অন্তরঙ্গ হতে দেখা যায়নি। তালিকায় আছেন ট্রাম্প পরিবারের অন্য এক সদস্য - ট্রাম্পকন্যা ইভাঙ্কা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এক বৈঠকে ট্রুডরের দিকে মোহময় দৃষ্টি নিয়ে তাকিয়া থাকতে দেখা গেছে তাকেও। তাদের নিয়ে কিছু গুজবও উঠেছিল। কিন্তু সেগুলোর কোনো প্রমাণ নেই।
এখন আবার মেলানিয়াকে নিয়ে শুরু হলো সেই রসময় আলোচনা আর ট্রোলিং।
ফ্রান্সের দ্বীপশহর বিয়ারিটজে শিল্পোন্নত দেশগুলো নিয়ে গঠিত সংস্থা- দ্য গ্রুপ সেভেনের (জি-৭) ৪৫তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে শনিবার (২৪ আগস্ট)। সোমবার (২৬ আগস্ট) তিন দিনব্যাপী সম্মেলনের ইতি টানা হয়।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম সম্মেলন শেষ হয়েছে, যেখানে বিশ্বনেতাদের পক্ষে যৌথ কোনো বিবৃতি দেওয়া হয়নি।