কারুপণ্য’র শতরঞ্জি: নারীর ক্ষমতায়ন আর বৈশ্বিক সাফল্যের গল্প
১৯৯১ সালে 'কারুপণ্য' নামে যাত্রা শুরু করে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি তৈরির ছোট্ট একটি প্রতিষ্ঠান। দেশের গণ্ডি পেরিয়ে এক সময়ের 'হারিয়ে যাওয়া' শতরঞ্জি এখন ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে প্রতিষ্ঠানটির হাত ধরে।
এ শতরঞ্জি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় প্রাকৃতিক ও নবায়নকৃত বিভিন্ন কাঁচামাল। এর মধ্যে রয়েছে স্পিনিং মিলের তুলার বর্জ্য থেকে তৈরি সুতা, গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট কাপড়, পাটের আঁশ, কাশ-খড়, হোগলাপাতা, ধানের খড়, কচুরিপানা, কলাগাছের বাকল, ভুট্টার খোসা, নারকেলের ছোবড়া ইত্যাদি।
বর্জ্য থেকে পণ্য প্রস্তুত করার ফলে দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ ও প্রকৃতি।
মাত্র ৫০ জন কর্মী নিয়ে যাত্রা শুরু হয়েছিল কারুপণ্যের। এখন এটি পরিণত হয়েছে বিশাল কারখানায়। রংপুর শহরের রবার্টসনগঞ্জে রয়েছে কারুপণ্যের মূল কারখানা।
এছাড়া রয়েছে ছোট–বড় আরও বেশ কয়েকটি কারখানা। এ দীর্ঘ পথ চলায় প্রতিষ্ঠানটি এখন প্রায় আট হাজার জনবলের বিশাল শক্তিতে পরিণত হয়েছে। আর এ কর্মীবাহিনীর ৯০ শতাংশই নারী।
শতরঞ্জি দিয়ে শুরু হলেও এখন কারুপণ্যের কারখানায় তৈরি হচ্ছে নানা রকমের হস্তশিল্প পণ্য।
লেখা ও ছবি: সৈয়দ জাকির হোসেন