এক মিনিটে পড়ুন: কেন প্রাণীজগতে পুরুষরাই বেশি আকর্ষণীয় হয়?
অধিকাংশ প্রজাতির ক্ষেত্রেই, কেবল পুরুষরাই উজ্জ্বল রঙের হয়ে থাকে। ফলে স্বভাবতই তাদেরকে বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু কেন?
আসলে প্রাণীজগতের বিবর্তনই হয়েছে এভাবে।
নারীরা তাদের সঙ্গী হিসেবে উজ্জ্বল রঙবিশিষ্ট, আকর্ষণীয় পুরুষদেরই বেছে নেয়। একটি আকর্ষণীয় পুরুষ প্রাণীকে দেখেই নারীরা বুঝতে পারে যে সে স্বাস্থ্যবান ও নিরোগ। তাই বংশবৃদ্ধির জন্য এমন পুরুষদেরই বেছে নেয় তারা। নিশ্চিত করে যে তাদের সন্তান-সন্ততিরাও হবে সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী।
এভাবে মূলত আকর্ষণীয় পুরুষ প্রাণীদের দ্বারা বংশ বিস্তারের সুবাদেই, প্রাণীজগতের অধিকাংশ প্রাণীর মধ্যে পুরুষরাই হয়ে উঠেছে বেশি আকর্ষণীয়।
তবে বেশি আকর্ষণীয় হয়ে নারীদের মন জয় করতে পারে বলেই যে পুরুষ প্রাণীদের জীবন অনেক সুখের, তা ভাবলে চলবে না। উজ্জ্বল রঙ হওয়ার কারণে জঙ্গলে দূর থেকেই পুরুষ প্রাণীদের দেখে ফেলে অন্যান্য শিকারী প্রাণীরা। তাই নারীদের চেয়ে পুরুষ প্রাণীরাই শিকার হয় বেশি।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস