মেঘলা দিনেও মিলবে সৌরবিদ্যুৎ, ইউভি রশ্মির সাহায্যে জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তি
সৌরবিদ্যুৎকে ভাবা হয় পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ। তবে এ ধরনের জ্বালানিরও আছে সীমাবদ্ধতা। সৌরবিদ্যুৎ উৎপাদন শুধু ব্যয়বহুলই নয়, এর জন্য এমন পরিবেশের দরকার যেখানে প্রচুর সূর্যালোকের উপস্থিতি আছে। দিন মেঘলা হলেই জ্বালানি উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়।
তবে নতুন একটি উদ্ভাবন সোলার প্যানেলকে আরও ব্যবহার উপযোগী করে তুলতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ফিলিপাইনের এক ইঞ্জিনিয়ারের উদ্ভাবিত নতুন এই প্রযুক্তির সাহায্যে মেঘলা দিনেও সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
ফিলিপাইনের মাপুয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী কার্ভে এহরেন মাইগ 'অরিস' নামের সোলার প্যানেলটি তৈরি করেছেন। এই প্যানেলে সরাসরি সূর্যালোকের পরিবর্তে সূর্যের ইউভি রশ্মির সাহায্যেই জ্বালানি উৎপাদন করা সম্ভব ।
ফল এবং সবজির উচ্ছিষ্ট থেকে লুমিনিসেন্ট পার্টিকেল ব্যবহারের মাধ্যমে মেইগ এই প্রযুক্তি উদ্ভাবন করেন। এই পার্টিকেলগুলো সূর্যের ইউভি রশ্মি শুষে নিয়ে সেগুলোকে দৃশ্যমান আলোতে পরিণত করে। প্যানেলে ব্যবহৃত ফিল্মগুলো এভাবেই সূর্য রশ্মিকে আলোয় রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপাদন করে।
এই সোলার প্যানেলগুলো এখনও প্রোটোটাইপ পর্যায়ে আছে। মাইগের অ্যাপার্টমেন্টের জানালায় তিন বাই দুই ফুটের প্যানেলটি স্থাপন করা হয়েছে।
প্যানেলটি প্রতিদিন দুটি ফোন চার্জ করার মতো বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
ফিল্মটি অত্যন্ত নমনীয় ও রেজিনের তৈরি। মেইগের মতে, বিভিন্ন কাজে তা ব্যবহৃত হতে পারে। বিভিন্ন পরিসর ও আকারে প্যানেলটি কাজে লাগানোর মাধ্যমে ছোটখাটো গ্যাজেটে ব্যবহার করা থেকে শুরু করে বড় বড় ভবনেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
২০২০ সালে উদ্ভাবনী আইডিয়া হিসেবে প্রকল্পটি জেমস ডাইসন ফাউন্ডেশনের সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
- সূত্র: ইন্ডিয়া টাইমস