আগামীকাল লকডাউন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার
দেশব্যাপী চলমান কঠোর লকডাউন বাড়ানো হবে নাকি শিথিল হবে- সেব্যাপারে আগামীকাল মঙ্গলবার (৩ আগস্ট) সিদ্ধান্ত নেবে সরকার।
১২টি মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রীরাসহ ১৬ জন সচিব এতে যোগ দেবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।
এব্যাপারে আজ সোমবার (২ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে একটি চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এরআগে, এক সপ্তাহ ছাড় দেওয়ার পর সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ঈদুল আজহার পর গত ২৩ জুলাই থেকে সারাদেশে পুনরায় কঠোর লকডাউন চালু করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সকাল থেকে ঈদ উপলক্ষ্যে শিথিল লকডাউন ঘোষণা করেছিল সরকার।