সমন্বিত নয়, আগের নিয়মেই বুয়েটে ভর্তি পরীক্ষা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হলেও এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি আগের মতোই লিখিত পরীক্ষা নেবে।
বুধবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এখন পর্যন্ত ২৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে একমত হন। তবে গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাননি।
বৈঠকে বলা হয়, অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব অবস্থান জানান দেবে বিশ্ববিদ্যালয়গুলো।