আজ ঢাকায় আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন
আজ দিবাগত রাত ১টার দিকে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লাখ ডোজের একটি চালান আজ ঢাকায় এসে পৌঁছাবে।
চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি থেকে ভ্যাকসিনগুলো কিনেছে বাংলাদেশ।
ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এক ফেসবুকে পোস্টে লিখেন, "রাত ৮টা ৪৫ মিনিটে ভ্যাকসিন নিয়ে বেইংজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছেড়েছে,"
আজ দিবাগত রাত ১টার দিকে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।