ইউএনও’র ওপর হামলা: রিমান্ডের পর আদালতে তোলা হচ্ছে আরও ২ আসামিকে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় আদালতের মাধ্যমে রিমান্ড পাওয়া দুই আসামিকে শুক্রবার দুপুরের পর আদালতে তোলা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাম জাফর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরই মধ্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি আসার পর আদালতে ওই দুই আসামিকে তোলা হবে। দুপুরের নামাজের পর তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
এই দুই আসামি হলেন- নবীরুল ইসলাম ও সান্টু কুমার। গত ৫ সেপ্টেম্বর এই মামলার তিন জনের মধ্যে দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই দিন রাতেই
তাদেরকে নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবি।
এদিকে মামলার প্রধান অভিযুক্ত আসাদুল ইসলামকে গত ৬ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ। সেই হিসেবে আগামীকাল তারও রিমান্ড শেষ হয়ে যাওয়ার কথা। তবে তাকে আগামীকাল নাকি রোববার আদালতে তোলা হবে এখনও বিষয়টি জানা যায়নি।