ইউএনও’র ওপর হামলা: রিমান্ড মঞ্জুরকৃত দুই আসামি ডিবি হেফাজতে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় আদালতের সাতদিনের রিমান্ড মঞ্জুরকৃত দুই আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারকে নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতেই তাদেরকে কারাগার থেকে নিজ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর।
এদিকে, মামলার অপর আসামি আসাদুল ইসলামকে বিকেলের দিকে আদালতে নিয়ে যাওয়া হবে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানিয়েছেন, আসামি আসাদুলকে আদালতে হাজির করা হবে কি না, এখনো তিনি এ বিষয়ে নিশ্চিত নন। তবে তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে, আজকে তাকে আদালতে হাজির করা হবে। এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার সন্ধ্যায় আসামি আসাদুল ইসলামকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১৩। পরে ঘোড়াঘাট থানা পুলিশ আসাদুলকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
ডিবি পুলিশ জানিয়েছে, ভোর রাত সাড়ে তিনটার দিকে তারা আসাদুলকে বুঝে পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শনিবার বিকেলে আটক দুই আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারকে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘোড়াঘাট আমলী আদালত-৭-এর বিচারক শিশির কুমার বসুর আদালতে হাজির করা হয়।
এ সময় আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের নিকট ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক দুই আসামির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম থেকে ঘোড়াঘাট থানার পরিদর্শক মোমিনুল ইসলাম মামলাটির তদন্ত করছিলেন। পরবর্তী সময়ে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। বর্তমানে দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলাটি তদন্ত করছেন।