ইউনাইটেড হাসপাতালের ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেম্বার আদালতে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহতের ঘটনায় চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি নুরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এই আদেশ দেন।
গত ১৫ জুলাই চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট আদেশ দেন। ওই অগ্নিকাণ্ডে নিহত মো. মনির হোসেনের পরিবার আদালতের বাইরে ক্ষতিপূরণের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা নেওয়ায় এ বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট।
গত ২৯ জুন আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে সমঝোতা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। ১২ জুলাইয়ের মধ্যে তাদেরকে সমঝোতায় আসতে বলা হয়। তবে নিহত সব পরিবারের সঙ্গে সমঝোতা না করায় প্রতি পরিবারকে ৩০ লাখ করে মোট ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ওই আদেশ দেন আদালত।
গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়।