লস অ্যাঞ্জেলেসে দাবানল: হলিউড হিলসে ছড়িয়ে পড়েছে আগুন, নিরাপদ আশ্রয়ে ছুটছেন তারকারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এবং প্রতিবেশী ভেনচুরা কাউন্টিতে আরও একটি দাবানলের সূত্রপাত হয়েছে। খবর বিবিসি'র।
"সানসেট ফায়ার" নামের ষষ্ঠ দাবানল হলিউড হিলসে ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলে অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। আগুনে তাদের অনেকের বাড়ি ধ্বংস হয়েছে। তাদের মধ্যে রয়েছেন– বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর এবং প্যারিস হিলটন।
বিলি ক্রিস্টাল এবং তার স্ত্রী জেনিস বুধবার (৮ জানুয়ারি) একটি বিবৃতি দিয়ে জানান, তাদের ৪৫ বছরের পুরোনো বাড়ি প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে পুড়ে গেছে।
বিবৃতিতে তারা লিখেছেন, "জেনিস এবং আমি ১৯৭৯ সাল থেকে আমাদের বাড়িতে বাস করছি। আমরা এখানে আমাদের সন্তান ও নাতি-নাতনিদের বড় করেছি। আমাদের বাড়ির প্রতিটি ইঞ্চি ভালোবাসায় পূর্ণ ছিল, সুন্দর স্মৃতি যা কখনো চলে যাবে না। আদের অবশ্যই হৃদয় ভেঙ্গেছে। কিন্তু আমাদের সন্তান ও বন্ধুদের ভালোবাসায় আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব।"
ক্যালিফোর্নিয়া রাজ্যের দমকলকর্মীদের ঝড়ো বাতাসের মধ্যেই আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। ফলে, আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হচ্ছে। পানির সংকট দেখা দেওয়ায় দমকলকর্মীরা সুইমিং পুল ও পুকুর থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।
এদিকে, উডলি দাবানল নামে পঞ্চম দাবানলের মাত্রা কমলেও, অন্যান্য স্থানে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিটে উডলিতে এই দাবানলের সূত্রপাত হয়।
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস এবং তার আশেপাশের এলাকায় বর্তমানে আরও চারটি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো হলো- প্যালাসাইডস দাবানল - বর্তমানে ২০০ একরেরও বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে; ইটন দাবানল - এক হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত; হার্স্ট দাবানল - ৫০০ একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং টাইলার দাবানল - ১৫ একর এলাকায় আগুন ছড়িয়েছে।
ইটন দাবানলের আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১ লাখেরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্যালিসেডস দাবানলের কারণে আরও ৩৭ হাজার মানুষকে সরানো হয়েছে।
ক্যালিফোর্নিয়া রাজ্যের হাজার হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১৩ হাজার ভবন দাবানলের আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।