লস অ্যাঞ্জেলেসে পঞ্চম দাবানল, আগুন নিয়ন্ত্রণের ‘কোনো সম্ভাবনা নেই’: দমকল কর্মীরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আরও একটি দাবানলের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আগুন নেভার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দমকলকর্মীরা। খবর বিবিসির।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিটে উডলিতে এই দাবানলের সূত্রপাত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা আনার বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দাবানলগুলোর আগুন নিয়ন্ত্রণে আসার 'কোনো সম্ভাবনা নেই'।
পঞ্চম দাবানলের নাম 'উডলি দাবানল'। বর্তমানে ৭৫ একর জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এটি টাইলার দাবানলের তুলনায় বড়। লস অ্যাঞ্জেলেসের বাইরে রিভারসাইড কাউন্টিতে কয়েকদিন আগে সূত্রপাত হয় টাইলার দাবানলের।
একজন প্রত্যক্ষদর্শী ও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা বিবিসিকে বলেন, 'বাতাস এতটাই জোরালো যে আমি ঘরের জানালার কাঁপন শুনতে পাচ্ছি।'
ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দাবানলের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস এবং তার আশেপাশের এলাকায় বর্তমানে আরও চারটি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো হলো- প্যালাসাইডস দাবানল - বর্তমানে ২০০ একরেরও বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে; ইটন দাবানল - এক হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত; হার্স্ট দাবানল - ৫০০ একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং টাইলার দাবানল - ১৫ একর এলাকায় আগুন ছড়িয়েছে।
ক্যালিফোর্নিয়া রাজ্যের হাজার হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১৩ হাজার ভবন দাবানলের আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দাবানলের কারণে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি প্রতিবেশী সান বার্নার্ডিনোতে আরও ৮ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
সারা ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে, যা চরম দাবানলের ঝুঁকি নির্দেশ করে।