ইউনিয়ন পরিষদ নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোট চলছে ৮৩৫ ইউনিয়নে
কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হলো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। দেশের ৮৩৫টি ইউপিতে আজ (১১ নভেম্বর) ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচনের তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ৭টি ইউনিয়নে ভোট স্থগিত করা হয় এবং একটি ইউনিয়নের নির্বাচন বাতিল করা হয়। অন্য ৫টি ইউনিয়নের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ধাপে, চেয়ারম্যান পদে ৩৩১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১৬১ জনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১,২১৮ জন প্রার্থী। সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮,৭৪৭ জন প্রার্থী।
দ্বিতীয় ধাপে এ পর্যন্ত ৮১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।
গত ৪ নভেম্বর, ইউপি নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা চান তিনি।
তবে, নির্বাচন কমিশনের (ইসি) সতর্কতা সত্ত্বেও গতকাল পর্যন্ত বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব ঘটনায় ৩০ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, "নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ভোটগ্রহণ চলাকালীন দায়িত্বরত বিজিবি সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। ভোটের দিন আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।"
চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা
বুধবার (১০ নভেম্বর) ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সারাদেশে ৮৪০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।
এ ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। এসব মনোনয়নপত্র মূল্যায়ন করা হবে ২৯ নভেম্বর। এরপর, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে আপিল করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।
গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনের প্রথম ধাপে ২০৪টি ইউনিয়নে এবং ২০ সেপ্টেম্বর ১৬০ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।