ঈদের বাজারে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে মাস্ক না পড়া এবং সামজিক দূরত্ব মেনে না চলায় ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মুখে মাস্ক না পড়া এবং সামজিক দূরত্ব মেনে না চলায় রোববার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. শারমিন আখতার জানান, মুখে মাস্ক ব্যবহার না করায় দুপুরে ৩ যুবককে জরিমানা করা হয়েছে। এছাড়া শিশুসহ ঈদের বাজার আসায় জরিমানা করা আরও ৬ জনকে।
তিনি আরও জানান, ৯ জনকেই স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি সমাজিক দুরত্ব নিশ্চিত করতে নির্দেশ দিয়ে তাদের জরিমানা আদায় করা হয় ২২শ' টাকা।