উহানের মতো হাসপাতাল বাংলাদেশে নির্মাণ করছে আকিজ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহানের মতো ঢাকায়ও জরুরি ভিত্তিতে হাসপাতাল নির্মিত হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে।
৩০১ শয্যার এই হাসপাতালটি তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালটি নির্মাণের কাজ শুরু হয়েছে।
হাসপাতালটি তৈরির উদ্যোক্তা আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দীন। তাকে সমর্থন দিচ্ছেন আকিজের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন ও অন্যান্য পরিচালকেরা। এ ছাড়া সহায়তা করছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। হাসপাতালটি তৈরি হচ্ছে তেঁজগাও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে। আকিজ সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবে।
বস্ত্র, খাদ্য ও পানীয়, সিমেন্ট, ইস্পাত, সিরামিক, পাট, প্লাস্টিক, জাহাজ, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি নানা খাতে ব্যবসা রয়েছে আকিজে গ্রুপের। প্রয়াত সেখ আকিজ উদ্দীনের হাত ধরে ১৯৪০ সালের দিকে আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়। প্রায় ৭০ হাজার লোক গ্রুপটিতে কাজ করে।
এখন সেখ আকিজ উদ্দীনের পাঁচ ছেলে গ্রুপটির পরিচালনা পর্ষদে রয়েছেন। বড় ছেলে সেখ নাসির উদ্দীন গ্রুপের চেয়ারম্যান। সেখ বশীর উদ্দীন ব্যবস্থাপনা পরিচালক। সেখ জামিল উদ্দীন, সেখ জসিম উদ্দীন ও সেখ শামীম উদ্দীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।