এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত
এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এনভয় টেক্সটাইলসের মহাব্যবস্থাপক (মানবসম্পদ) হামিমুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুতুবউদ্দিন আহমেদকে শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন ভালো।
কুতুবউদ্দিন আহমেদের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদেরও করোনাভাইরাস টেস্ট করানো হবে বলে জানিয়েছেন হামিমুর রহমান।