ওমরাহ পালনে সৌদি যেতে না পারাদের টিকিটের মূল্য ফেরত দেবে বিমান
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করায় বাংলাদেশি যেসব যাত্রীরা দেশটিতে যেতে পারেননি তাদের বিমানের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি সরকার কর্তৃক সাময়িকভাবে আরোপ করা এই স্থগিতাদেশ প্রত্যাহারের পর যেসব যাত্রীরা পুনরায় দেশটিতে যেতে চান তাদের জন্য সুযোগ সাপেক্ষে বিমানে আসনের ব্যবস্থা করে দেবে বাংলাদেশ বিমান।
সেখানে বলা হয়, সৌদি আরবে যাদের কাজের অনুমতি আছে বা ভিসা আছে, বর্তমানে তারা নিয়মিত ফ্লাইটেই যাতায়াত করতে পারবেন।
এছাড়াও যারা ইতোমধ্যেই ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছেন তারাও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
এই বিবৃতির পর ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার কোন ফ্লাইট ওমরাহ ও সৌদি ভ্রমণের ভিসাপ্রাপ্ত যাত্রীদের নেয়নি।