কমলাপুরে বিআরটিসি'র বাসে আগুন
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে বিআরটিসির ডিপোতে থাকা একটি বাসে আগুন লেগেছে।
ডিপোতে পার্ক করে রাখা বাসটিকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুনে জ্বলতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আনিসুর রহমান বলেন, "এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।"
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।