করোনায় মৃত্যু আরও ২১ জনের, দুই মাসে সর্বনিম্ন
বাংলাদেশ স্বাস্থ্য সেবা অধিদপ্তর সূত্র, আজ শনিবার (১ আগস্ট) দেশে চলমান করোনাভাইরাস মহামারিতে আরো ২১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। দৈনিক মৃতের সংখ্যায় যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) মোট দুই হাজার ১৯৯টি সংক্রমণ ধরা পড়েছে। এসময় নমুনা পরীক্ষা সম্পন্ন করা হয় ৮ হাজার ৮০২টি।
এরফলে দেশে মৃতের সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৩৯ হাজার ৮০৭ জনে। মোট মৃতের সংখ্যা উন্নীত হয়েছে তিন হাজার ১৩২ জনে।
স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা বেগম আজ শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
বিশ্বব্যাপী এপর্যন্ত নতুন করোনাভাইরাসে ৬ লাখ ৮৩ হাজার ৩৮৯ জন মারা গেছেন। আর মোট সংক্রমণের সংখ্যা এক কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৬৪৬টি।