করোনা আতঙ্কে অতিরিক্ত পণ্য না কিনতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। তাই করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই।
মন্ত্রী জানান, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের সরবরাহ অবাধ ও স্বাভাবিক রাখতে সরকার যথাযথভাবে কাজ করছে। তাই স্বাভাবিক ক্রয় অভ্যাস অনুসারে পণ্য কিনলে কোনো ধরনের সঙ্কট তৈরি হওয়ার সুযোগ নেই।
এদিকে দেশে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুই রোগী শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়। ফলে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।