করোনা নিয়ন্ত্রণে ৯ দিনের জন্য বিচ্ছিন্ন ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার রাজধানী সংলগ্ন সাতটি জেলায় আগামী নয়দিনের জন্য লকডাউন আরোপ করেছে; ফলে সারা দেশ থেকে ঢাকা অনেকটাই বিচ্ছিন্ন হতে চলেছে।
মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ- এ সাতটি জেলায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এসব জেলায় আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত নয় দিন জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা থেকে কোন দূরপাল্লার বাস বা যাত্রীবাহী নৌযান এ সাত জেলায় চলবে না।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ লকডাউন ঘোষণা করেন।
এ সময়ে শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ,পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস বন্দরসমূহের কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার সঙ্গে সব ধরনের নৌযানও বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে ঢাকা থেকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, নড়িয়া, শিমুলিয়া, বাংলাবাজার, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ফলে দেশের যে কোনও স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৌযান উল্লেখিত জেলাগুলোর ঘাটে ভিড়তে দেওয়া হবে না।
কোভিড-১৯ এর তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সরকার দেশজুড়ে, বিশেষত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে করোনার সংক্রমণ রোধে বিবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে দেশে করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়।