কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং: প্রকৌশল ও প্রযুক্তিতে বুয়েট ৩৪৭তম
সাব্জেক্ট র্যাঙ্কিং ২০২১ এ প্রকৌশল এ প্রযুক্তি বিভাগে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র্যাঙ্কিংয়ে ৩৪৭ তম স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বিশ্বের ৪২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে র্যাঙ্কিংয়ে এ স্থান পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি।
কিউএস সিস্টেম অনুসারে এ র্যাঙ্কিং করা হয়।
গত বছর এ র্যাঙ্কিংয়ে বুয়েটের অবস্থান ছিল ৪০১-৪৫০ এর মধ্যে।
এছাড়া সামাজিক বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় ৪৫১-৫০০ এর মধ্যবর্তী অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
১-১০০০ এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশিত হয় এ র্যাঙ্কিং অনুসারে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর বিষয়ভিত্তিক তালিকায় একাডেমিক খ্যাতি (একাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (এমপ্লয়ার রেপুটেশন), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি) এ সূচকগুলোর ওপর ভিত্তি করে মান নিরূপণ করা হয়।
এবছরের কিউএসের প্রকাশিত এ তালিকার শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছে ভারতের ১২টি বিশ্ববিদ্যালয়।