২০২৪ সালের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় সৌদি বিশ্ববিদ্যালয়
সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (কেএফইউপিএম) একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ২০২৪ সালের 'টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং'-এ এটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে। এই র্যাঙ্কিং অনুসারে, কেএফইউপিএম সৌদি আরব ও গাল্ফ (উপসাগরীয়) অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
২০২০ সালে র্যাঙ্কিং-এ ৫০৭ নম্বরে অবস্থান করার পর কেএফইউপিএম-এর উন্নতি একটি কৌশলগত পরিবর্তনের অংশ। মাত্র চার বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-এ ৩৩০ ধাপ এগিয়ে ২০২৪ সালে ১৭৬ নম্বর অবস্থানে পৌঁছেছে।
সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রিন্স সুলতান ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর ৪০১-৫০০তম অবস্থানে এবং ক্যাসিম ইউনিভার্সিটি ৮০১-১০০০তম অবস্থানে, যা সৌদি আরবের উচ্চ শিক্ষার প্রতি বাড়তি গুরুত্বকে চিহ্নিত করে।
অন্যান্য বৈশ্বিক র্যাঙ্কিং সিস্টেমেও কেএফইউপিএম-এর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং'-এ বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের ২০০তম অবস্থান থেকে ২০২৪ সালে ১০১ নম্বরে উঠে এসেছে।
এছাড়া, পেট্রোলিয়াম প্রকৌশল নিয়ে অধ্যয়নের জন্য বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এটি কেএফইউপিএম-এর বিশ্বমানের দক্ষতা প্রদর্শন করে।