কুমিল্লায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু
কুমিল্লায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস বাসে এ দুর্ঘটনা ঘটে।
বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিন আহমেদ।
তিনি জানান,'বাসে অগ্নিকাণ্ডে ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘটনাস্থলের বাইরে আহতবস্থায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আরও ১৫জন আহত হয়েছেন।'
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, 'গুরুতর আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক। কম আহত ছয়জন চিকিৎসা নিচ্ছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।'
দুর্ঘটনার পর মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।