কৃষকের পাশে ছাত্রলীগ, নরসিংদী ও কক্সবাজারে কেটে দিল ধান
বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই আহ্বানে সাড়া দিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে সংগঠনটির শতাধিক নেতাকর্মী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। সদর উপজেলার ধামের ভাওলা হারুন মিয়ার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। ধান মারাই কাজেও ছাত্রলীগ সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়।
হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর।
তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নরসিংদীর ৫টি উপজেলাসহ প্রতিটি ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেব।
ধান কাটার সময় আরও ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা অপূর্ব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলীসহ নরসিংদী জেলার ছাত্রলীগের নেতাকর্মী।
কক্সবাজারে কৃষকের ফোন
এদিকে, লকডাউনের কারণে পাকা ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ফোন পেয়ে ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কক্সবাজার সদরের পিএমখালি ইউনিয়নের ছনখোলা গ্রামের কৃষক আব্দুল হাইয়ের চাষ করা এক একর জমিতে বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু লকডাউনে শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে না পেরে বিলেই ধান নষ্ট হয়ে যাচ্ছিল। কৃষক আবদুল হাই বিষয়টি উল্লেখ করে ছাত্রলীগের এক কর্মীকে ফোন করেন।
সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইছারুল আলম মুন্না চৌধুরী জানান, খবরটি পেয়ে বুধবার ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়ে আব্দুল হাইয়ের ক্ষেতে গিয়ে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, শুধু আবদুল হাই নয়, যে কৃষক সংকটের কথা বলবেন, আমাদের সহযোগিতা চাইবেন, তাদের মাঠে হাজির হবে উপজেলা ছাত্রলীগ।
ধান কেটে দেওয়ায় ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন আবদুল হাই। অন্যদিকে, পিএমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম এটিকে একটি আশা জাগানিয়া ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।