কৃষিখাতে ৫% সুদে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা: প্রধানমন্ত্রী
দেশে শুরু হচ্ছে বোরো ধান কাটার মৌসুম। চলতি করোনা ভাইরাস পরিস্থিতিতে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। এই প্রণোদনা প্যাকেজের সুদের হার হবে ৫ শতাংশ।
রোববার সকাল সোয়া ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, কৃষকদের বীজ সংরক্ষণ বাবদ দেওয়া হবে ১৫০ কোটি টাকা। এছাড়াও আগামি অর্থবছরে সারের জন্য ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া পেঁয়াজ, আদা, রসুন জাতীয় মশলা উৎপাদন করলে মাত্র ৪% সুদে তাদের ঋণ দেওয়া হয়, তা অব্যাহত থাকবে।
এই তহবিল থেকে গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি চাষীরা সুবিধা ভোগ করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত শাকসবজি যেন নষ্ট না হয় সেজন্য বিভিন্ন হাটবাজারে পৌঁছে দিতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বড় মাঠ দেখে সুনির্দিষ্ট স্থানে হাট বসানোর কথা বলেন প্রধানমন্ত্রী, যাতে দূরত্ব বজায় রেখে কাজ করা যায়।
তিনি আরও বলেন, এমন অনেক পরিবার আছে যারা কাজ করতে পারছেন না, আবার কারও কাছে ত্রাণও চাইতে পারছেন না। তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এছাড়াও ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্যের কোন অভাব নেই। সবাইকেই খাদ্যের যোগান দিতে পারব আমরা। তবে এখন যেহেতু আমরা সবাই বাড়িতেই আছি, প্রত্যেকে নিজের বাড়ির পাশে বা ছাদে প্রয়োজনীয় শাকসবজি উৎপাদন করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, টবে একটা মরিচ গাছ লাগিয়ে সেই মরিচ খেয়ে দেখেন, আপনারই ভালো লাগবে।
শেখ হাসিনা বলেন, দুর্যোগ আসে, কিন্তু সেই দুর্যোগকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হয়। যদি আমরা সবাই সচেতন হই, নিয়ম মেনে চলি তাহলে এই দুর্যোগ অবশ্যই মোকাবেলা করতে পারব।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করা হয়।
গণভবনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তা ও জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
শনিবার পর্যন্ত এই মারাত্মক ভাইরাসে দেশে ৩০ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমিত হয়েছে ৪৮২ জন।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়।