খালেদাকে একবার এসে দেখে যান: হাসিনাকে বিএনপি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনে মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপিদলীয় চার সংসদ সদস্য।
একাদশ জাতীয় সংসদে বিএনপির এই চার সংসদ সদস্য হলেন জি এম সিরাজ, মো. জাহিদুর রহমান, মো. মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁরা বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে বিকেল সোয়া তিনটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
খালেদা জিয়ার বগুড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত জি এম সিরাজ বলেন, “আমরা, সাত সংসদ সদস্য সংসদ-নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ‘আপনি নিজে একবার যান, দেখে আসুন তাঁকে’।”
“আমি নিশ্চিত, আমরা নিশ্চিত-- আপনি যদি নিজে এসে দেখে যান আমাদের তিন-তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, আপনার মানবিকতাবোধ জাগ্রত হবে, আপনার মায়া হবে,” যোগ করেন সিরাজ।
তিনি বলেন, “সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনি আমাদের ম্যাডাম জিয়ার জামিনের জন্য পদক্ষেপ নিন। আমলাতন্ত্রের পরামর্শ না নিয়ে দয়া করে রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বিচার করে আমাদের নেত্রীকে ছেড়ে দিন। তাঁর জামিনের ব্যবস্থা করুন।”
এর আগে গত মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ আরও দুই সংসদ সদস্যকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার পর গণমাধ্যমকে বলেছিলেন, জামিন পেলেই তাদের নেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
“উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। সে জন্য বিদেশে তাঁর চিকিৎসা করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাব, জামিন পাওয়ার যে নৈতিক অধিকার রয়েছে তা থেকে তাঁকে যেন বঞ্চিত করা না হয়।”
১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় আদালতের রায়ের পর থেকেই কারাভোগ করছেন তিনি। একই বছর আরেকটি দুর্নীতি মামলায় তাঁকে সাজা দেয় আদালত। তবে তাঁর দল বিএনপি বরাবরই দাবি করে আসছে, দুটো মামলাই রাজনৈতিক উদেশ্যপ্রণোদিত।