গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৫৬
গত বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৩৫৬ জন নিহত এবং পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আরও ১৯৮ জন নিহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক নিসচা। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার হার খুবই আশঙ্কাজনক। পরিসংখ্যানের এসব তথ্য ১১টি জাতীয় দৈনিক, অনলাইন, টিভি চ্যানেল এবং সংস্থার বিভিন্ন শাখা থেকে নেওয়া হয়েছে। গত বছর চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে বলে জানানো হয়।