গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা-ছেলেসহ তিনজন করোনা আক্রান্ত
গাইবান্ধার সাদুল্লাপুরে আসা আমেরিকান প্রবাসী মা ও ছেলের শরীরে করোনা ভাইরােস শনাক্ত হয়েছে। একই সঙ্গে তাদের এক নিকট আত্মীয়ও এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে সংক্রমিত নারী এখন অনেকটাই সুস্থ। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর নমুনা পরীক্ষা তাদের এ তথ্য দিয়েছেন বলে সংক্রমিত ওই নারী জানিয়েছেন।
এ ঘটনায় সাদুল্লাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. নবি নেয়াজ রোববার জেলা প্রশাসকের কাছে সাদুল্লাপুর উপজেলা লক ডাইন করার জন্য চিঠি পাঠালেও জেলা প্রশাসক আব্দুল মতিন পরিস্থিতি তেমন হয়নি বলে দাবি করেছেন।
গাইবান্ধা শহরের খাপাড়া এলাকার ওই বাসিন্দা জানান, তার মামী ও মামাতো ভাই গত ৯ মার্চ আমেরিকা থেকে দেশে আসেন। পরদিন তারা গাইবান্ধায় এসে লক্ষ্মীপুর ও হবিল্লাপুরে বিয়ের অনুষ্ঠানে যান। এই দুই অনুষ্ঠানের পাশাপাশি তারা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখাও করেন। এক পর্যায়ে মামী ও মামাতো ভাইয়ে সঙ্গে দেখা করতে গিয়ে সংক্রমিত হন ওই নারী। সর্দি, কাশি ও জ্বর নিয়ে তিনি ডাক্তারের কাছে গেলে তাকে পরীক্ষা করা হয়।
গত ২০ মার্চ তিন জনেরই নমুনা সংগ্রহ করে আইডিসিআর। গত ২২ মার্চ তাদের জানানো হয় আমেরিকা প্রবাসী মা ও ছেলের শরীরে এ ভাইরাস আছে।
মোবাইল ফোনে আমেরিকা প্রবাসী নারী জানিয়েছেন, তার ও ছেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি জানান, তার এখন কাশি থাকলেও শারীরিকভাবে তিনি ভালো আছেন। নানা উপসর্গ নিয়ে তিনি ইতোমধ্যেই ১৪ দিন পাড় করেছেন। জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে তার ছেলে পাড় করেছেন ৮ দিন। আর তাদের নিকটতম ওই আত্মীয় জানান, তিনিও এখন সুস্থ। তবে সংক্রমিত ওই নারী জানান, তার সন্তান কিছুটা অসুস্থ।