গ্রামীণফোনকে বিটিআরসির ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ আদালতের
গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে আপাতত গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সঙ্গে ছিলেন আইনজীবী মেহেদী হাসান চৌধুরী, শরীফ ভূঁইয়া ও আইনজীবী তানিম হোসেইন শাওন।
বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যটর্নি জেনারেল মুরাদ রেজা ও আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
খন্দকার রেজা-ই-রাকিব বলেন, গ্রামীনফোনকে তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগ আদেশে বলেছেন, বিটিআরসির পাওনা আদায়ের ওপর হাইকোর্টের যে নিষেধাজ্ঞা রয়েছে, তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ না করলে হাইকোর্টের সেই আদেশ বাতিল বলে গণ্য হবে।
গ্রামীণফোনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এর আগে দুইশত কোটি টাকা দিতে চেয়ে গ্রামীনফোন যে প্রস্তাব দিয়েছিল, সেটি আজকে আবার আদালতে উপস্থাপন করা হয় গ্রামীণফোনের পক্ষে। অতঃপর আদালত আমাদের বক্তব্য শুনে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে ঐ ফোন কোম্পানি। এতে চিঠির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়।
এরপর গত ২৮ আগস্ট গ্রামীণফোনের ঐ আবেদন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। গত ১৭ অক্টোবর আপিল শুনানির জন্য গ্রহণ করে হাজার কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে ২০ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি।