ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল মেঘনায় ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৭ জেলে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীর ভোলা অংশে একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারটিতে থাকা সাত জেলের সবাইকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করে জেলেদের সঙ্গে কথা বলেন।
উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা দৌলতখান থেকে মাছ শিকারের জন্য ধনিয়া তুলাতুলীর মেঘনায় আসেন। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতা সংকেত পেয়ে বিকালে দৌলতখানের উদ্দেশ্যে রওনা দেন। মাঝ মেঘনায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অতিরিক্ত জোয়ারের কারণে ট্রলারের তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা থাকা জেলেরা আশপাশের অন্যান্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয়। এতে কোন জেলেই হতাহত হয়নি। উদ্ধার হয় ট্রলারে থাকা জাল ও অন্যান্য মালামাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতিরিক্ত জোয়ারের কবলে পরে দৌলতখানে মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরার ট্রলার তলা ফেটে তলিয়ে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে জেলেদের সাথে কথা বলেছি।