মুন্সীগঞ্জে ট্রলারডুবি: তিনজনের লাশ উদ্ধার, ৩ শিশু এখনো নিখোঁজ
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটক ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন সুমনা (২৮), জান্নাতুল মারওয়া (৮) ও সাব্বির হোসেন (৪০)।
এদের মধ্যে রোববার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মেঘনার গজারিয়া অংশ থেকে সাব্বির হোসেনের লাশ উদ্ধার করা হয়। চাঁদপুরের মোহনপুর এলাকায় জান্নাতুল মারওয়ার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এর আগে শনিবার মুন্সীগঞ্জ সদরের রমজান বেগ এলাকা থেকে সুমনার লাশ উদ্ধার করা হয়।
এদিকে এ দুর্ঘটনায় তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফা (৩) ও ইমত (২)।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌ-পুলিশ রোববার সকাল ৬টা থেকে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম বলেন, মেঘনায় প্রবল স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জ ফেরি ঘাটের কাছে গজারিয়ায় মেঘনা নদীতে ১১ যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়।
ফেরি টার্মিনালে থাকা দুটি ট্রলার দ্রুত ঘটনাস্থল থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করলেও পাঁচ শিশুসহ বাকি ছয়জন নিখোঁজ হন।