চট্টগ্রামে নালায় পড়ে তরুণীর মৃত্যু
সোমবার রাতে বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদে একটি খোলা নালায় পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম শেহেরীন মাহমুদ সাদিয়া (২০)। তিনি চট্টগ্রামের সদরঘাট ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং নগরের হালিশহরের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া রাত ১০টার দিকে মামার সঙ্গে চশমা কিনে বাসায় ফেরার সময় নালায় পড়ে যান; সে সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
পুলিশের ডবলমুরিং শাখার উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া বার্তা সংস্থা ইউএনবিকে জানান, তারা মামা তৎক্ষণাৎ ভাগনিকে উদ্ধারের জন্য নালায় লাফ দেন। কিন্তু তিনি ব্যর্থ হন।
খবর পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে বলে ইউএনবিকে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর নিউটন দাস।
পরে মঙ্গলবার রাত ৩টার দিকে সাদিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।