চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার মৃত্যু, নমুনা সংগ্রহ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ- সিএমপি'তে কর্মরত মাহবুবুর রহমান (৪৮) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মৃত মাহবুবুর রহমান সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রামে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিএমপি।
মৃত পুলিশ সদস্যের করোনার উপসর্গ ছিল কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর এই পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বকর ছিদ্দিক।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অসুস্থ অনুভব করলে মাহবুবুর রহমানকে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রসঙ্গত, মাহবুবুর রহমান ১৯৯৯ সালে পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগ দেন। ইতোপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাইওয়ে রেঞ্জ এবং সিলেট জেলায় দায়িত্ব পালন করেছেন।