ট্রাফিক সার্জেন্টের উপর রাগ করে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক
রাজশাহীতে এক ট্রাফিক সার্জেন্টের ওপর রাগ করে নিজেই নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক চালক। সোমবার দুপুর দেড়টার দিকে হড়গ্রাম এলাকার অক্ট্রয় মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম হড়গ্রাম বাজার এলাকার অক্ট্রয় মোড়ে দায়িত্বরত ছিলেন। দুপুর দেড়টার দিকে অক্ট্রয় মোড়ে আশিক আলী নামের এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার কাগজপত্র দেখতে চান সার্জেন্ট। এসময় আশিক আলীর কাছে মোটরসাইকেলের কোনো কাগজপত্র ছিলো না।
কাগজপত্র দেখাতে না পারায় ট্রাফিক সার্জেন্ট তার নামে মামলা দেওয়ার উদ্যোগ নিলে সার্জেন্টের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন আশিক। এক পর্যায়ে রাগ ও ক্ষোভে কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।
আরএমপির ট্রাফিক বিভাগের ডিসি অর্নিবাণ চাকমা জানান, আগুন ধরিয়ে দেওয়া মোটরসাইকেলটি পুরোপুরি পুড়ে গেছে এবং মোটরসাইকেলটি জব্দ করে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে মোটরসাইকেলের মালিক আশিক আলীকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কিছুদিন আগে ব্যবসায়ে ২০ লাখ টাকা লোকসান দিয়েছে তার। এছাড়াও, বিভিন্ন মানুষের কাছে ঋণগ্রস্ত তিনি। সবকিছু মিলিয়ে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছেন, তাই রাগ করে ট্রাফিক সার্জেন্ট কিছু বোঝার আগেই তার নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তবে এ বিষয়ে কোনো মামলা হবেনা বলে জানিয়েছেন আশিক আলী।