চট্টগ্রামে মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টার চালু
চট্টগ্রামে আলহাজ মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে করোনা আইসোলেশন সেন্টার। গতকাল রোববার নগরীর উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম কলেজে ৫০ শয্যার এই করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড-কাট্টলী) আসনের সাংসদ দিদারুল আলম। আলহাজ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম বলেন, "বর্তমানে করোনা পরিস্থিতিতে অনেকে আছেন যারা বাসায় সঠিকভাবে আইসোলেশনে থাকতে পারছেন না। করোনার এই বিস্তার রোধ করার জন্য আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। চাহিদার পরিপ্রেক্ষিতে তা আরও বর্ধিত করার ব্যবস্থা রয়েছে।"
করোনা সংকটের শুরু থেকেই ফাউন্ডেশনটি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। এবার হাসপাতালে তীব্র শয্যা সংকটের মাঝে এই আইসোলেশন সেন্টার চালু করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। যেখানে সব কিছুই বিনামূল্যে পাবেন রোগীরা।
এই সেন্টারে ছয় জন চিকিৎসকের পাশাপাশি সার্বক্ষণিক থাকছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। প্রশিক্ষণ প্রাপ্ত আয়া ও নার্সের পাশাপাশি থাকবে সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা। খাওয়া থেকে শুরু করে রোগীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে ফাউন্ডেশন।
আলহাজ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পরিচালক সরওয়ার আলম বলেন, "শুধু আইসোলেশন সেন্টার না, আইসোলেশন হাসপাতাল গড়ে তোলার জন্যও আমরা চেষ্টা করছি। এই আইসোলেশন সেন্টারে যেসব রোগী ভর্তি হবেন তাদেরকে চিকিৎসা সেবার সাথে সাথে ওষুধ-পথ্য ও খাবার আমরা ফ্রি দিবো। করোনা সংকট প্রকট হলে আরও ৫০ শয্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা।
সংকটময় মুহূর্তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, "মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টারের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। তাছাড়া এই প্রতিষ্ঠানকে দেখে অন্যান্য ধনী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবীরা যদি এই ধরনের আরও প্রতিষ্ঠান গড়ে তোলেন, সেখানেও আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
উল্লেখ্য, করোনার শুরু থেকেই সরকারি হাসপাতালসহ বিভিন্ন স্থানে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ দিয়ে আসছে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের এই মানবিক প্রতিষ্ঠানটি।