চট্টগ্রাম মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/chittagong_medical_college_hospital_0.jpg)
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) রাতে কলেজ ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সীমান্ত (২২) ও রক্তিম (২২)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক সাদিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শনিবার শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে আকিব হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় শনিবার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি জানান, সংঘর্ষের ঘটনায় আহত আকিব হোসেনের বন্ধুরা শনিবার রাতে ১৬ জনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করে। সীমান্ত ও রক্তিমকে সেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে মাহফুজুল হক (২৩) ও নাইমুল ইসলাম (২০) আহত হন। এর জের ধরে শনিবার বেলা ১১টার দিকে আবারও দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত আকিব হোসেন (২০) বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চমেক। কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে হয়েছে শনিবার সন্ধ্যায়। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।