চট্টগ্রাম সিটি নির্বাচনের পোস্টারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারপত্রে পলিথিন জাতীয় বস্তু ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পরিবেশবান্ধব প্রচারণা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম আ লিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, কোনো প্রার্থী তাদের পোস্টারে পলিথিন ব্যবহার করতে পারবে না। কেউ যদি নির্দেশনা অমান্য করেন তাহলে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৯ মার্চ (রোববার) চট্টগ্রাম সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রার্থী মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ।
এর আগে ঢাকার দুই সিটি নির্বাচনে পরিবেশদূষণকারী পলিথিনে মোড়ানো পোস্টার লাগানো নিয়ে সমালোচনা হয়। এরপর প্রচারণায় পলিথিন ব্যবহার বন্ধে একজন আইনজীবী উচ্চ আদালতে রিটের আদেশে যেকোনো নির্বাচনী প্রচারণায় লেমিনেটেড পোস্টার ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করেন। গত ২২ জানুয়ারি বিচারপতি ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সিটি নির্বাচনসহ যে কোনো নির্বাচনী প্রচারণায় প্লাস্টিক লেমিনেটেড পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই নির্বাচনে যেসব পোস্টার লাগানো হয়েছিল তা ভোটশেষে দ্রুত সরিয়ে ফেলতেও বলা হয়। একই সঙ্গে সারাদেশে লেমিনেটেড পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়া হয়।