চবি শাটল ট্রেনের হোস পাইপ কাটল ছাত্রলীগ, অবরোধের ডাক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়েছে ছাত্রলীগের উপগ্রুপ ‘রেড সিগন্যাল’র (আরএস) কর্মীরা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার শাটল ট্রেনটি ক্যাম্পাস থেকে ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে তারা হোস পাইপ কেটে দেয়। ফলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ক্যাফেটেরিয়ায় আরএস গ্রুপের দুই কর্মীকে মারধরের অভিযোগে ওঠে আরেক উপগ্রুপ ‘সিক্সটি নাইন’কর্মীদের বিরুদ্ধে। এর জেরে শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয় আরএস কর্মীরা।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোহাম্মদ আরমান ও এমরান আশিক।
এদিকে বিকেল ৫টায় হামলাকারীদের শাস্তি ও ঘটনার দায়ভার গ্রহণ করে ‘সিক্সটি নাইন’গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার।
তিনি বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর পদত্যাগ, ছাত্রলীগ কর্মী ও এলাকাবাসীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে অবরোধ চলবে।
ষোলশহর রেল স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, হোস পাইপ কেটে দেওয়ার কারণে আড়াইটার ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে আটকে পড়ে। পরে বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। এরপর তারা বিবাদে জড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিচ্ছেন। যে কোনো ধরনের পরিস্থতি মোকাবেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবাদমান দুইটি গ্রুপই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীর হিসেবে ক্যাম্পাসে পরিচিত।