চাঁপাইনবাবগঞ্জে আরও এক সপ্তাহের বিশেষ লকডাউন
চাঁপাইনবাবগঞ্জে আরও এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। তবে আম বেচা-কেনা এ লকডাউনের আওতার বাইরে থাকবে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ টিবিএসকে জানান, সোমবার সকালে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষের সাথে বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জে আরও এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
'যেহেতু এখন চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম চলছে, তাই আমের বেচা-কেনা ও বাজারকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। এ লকডাউন ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত চলবে,' জানান তিনি।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে ২৫ মে ৩১ মে পর্যন্ত প্রথম দফায় লকডাউন দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ২০ জন করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। বর্তমানে ২০টি বেডেই পূর্ণ রয়েছে। এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে অক্সিজেনের সংকটও দেখা দিয়েছে। চাহিদার ৫০ শতাংশ অক্সিজেন পাওয়া যাচ্ছে।
গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ।