চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন
সোমবার রাত ১২টা থেকে আগামী ৩০ মে পর্যন্ত সাতদিন সর্বাত্মক এ লকডাউন চলবে।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত ১২টা থেকে আগামী ৩০ মে পর্যন্ত সাতদিন সর্বাত্মক এ লকডাউন চলবে।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জরুরি পরিষেবা সেবা ছাড়া সর্বাত্মক এই লকডাউন চলবে। কোনো ধরনের দোকানপাট, শপিংমল খোলা থাকবে না। সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে।